তরুণ শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করার লক্ষ্যে ২৯টি প্রতিষ্ঠানের ৩০ জন তরুণ শিক্ষার্থীর অংশগ্রহণে গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেছে ডাটাস্ক্যাপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিমিটেড। শনিবার রাত ৮টাদিকে অনলাইন প্ল্যাটফর্মে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ডাটাস্ক্যাপ বিগত সাত বছর ধরে একটি স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের গবেষণা ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
ডাটাস্ক্যাপ সামাজিক ও বাজার গবেষণার পাশাপাশি তরুণ গবেষক তৈরির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে।
অনুষ্ঠানে ডাটাস্ক্যাপের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার মুহাম্মদ জামাল উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. আতিয়ার রহমান।
তিনি বলেন, একটি দেশ স্বয়ংসম্পূর্ণ ও সফল দেশে পরিণত হতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। তিনি গবেষণার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশদ-বক্তব্য রাখেন এবং ডাটাস্ক্যাপকে এ মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাটাস্ক্যাপের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসেন। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গবেষণার প্রতি আপনাদের আগ্রহ মুগ্ধ করার মতো ছিল। আমরা বিশ্বাস করি শেখার এ আগ্রহ আপনাদের সঠিক মর্যাদার শিখরে পৌঁছে দেবে।
Source>> Dhakapost.Com